জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের কমিটি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৪:৪৬
‘লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল গুজব।’ জেলা প্রশাসনের গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে পাওয়া গেছে এই তথ্য।
আজ বৃহস্পতিবার সকালে তদন্ত কমিটি জেলা প্রশাসক আবু জাফরের হাতে প্রতিবেদন তুলে দেয়।
তদন্তকার্যে মোট ৫০ জনের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করে কমিটি সাতটি সভা করে প্রতিবেদনটি প্রস্তুত করে। ছয়টি অধ্যায় ও ৪২টি অনুচ্ছেদে ৭৩ পাতা সংযুক্তিতে মোট ছয় পাতার তদন্ত প্রতিবেদনে ঘটনার ভূমিকা, বিবরণ, অধিক তথ্যানুসন্ধান, গভীর পর্যবেক্ষণ, সুপারিশমালা ও মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনটিতে চারটি সুপারিশ স্থান পেয়েছে বলে জানানো হয়েছে।