আমিরাতে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ০৯:৫২
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে দুই হাজার ৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী ট্রাম্প প্রশাসন। এর মধ্যে কয়েক ডজন এফ-৩৫ জঙ্গিবিমান ও কম্ব্যাট ড্রোন রয়েছে। ইরানি গণমাধ্যমের এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। আমিরাতের কাছে এই বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির জন্য ইতিমধ্যে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার (১০ নভেম্বর) অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সবসময় মধ্যপ্রাচ্যে ইসরাইলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে আমিরাতের কাছে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কি না তা খতিয়ে দেখার বিষয় রয়েছে।