দিনাজপুরে শীত জেঁকে বসতে শুরু করেছে। গত ৪ দিন ধরে তাপমাত্রার পারদ নীচেই নামছে। বিকেল থেকেই শীতের আমেজ শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত তা অনুভূত হয়। বেলা বাড়ার পর তা কিছুটা কমতে থাকে। বুধবার (১১ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের প্রথম দিকে ভারি বৃষ্টিপাত হওয়ায় কমতে শুরু করেছে এ অঞ্চলের তাপমাত্রা।
হিমালয়ের পাদদেশে হওয়ায় দিনাজপুরে শীতের প্রভাবটা পড়ে আগে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীত অনুভুত হয়। এরই মধ্যে শীতের গরম কাপড় পরতে শুরু করেছে অনেকেই। আর ভোরে কুয়াশা পড়ছে। দিনাজপুরে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।