লোকাল ট্রেনে প্রপোজ, পরিবারের বিরোধিতা, এরপর বিয়ে ও বিশ্বকাপ জয়
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৭:৩৩
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবেই কপিল দেবকে চেনেন সবাই। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ব্যক্তিগত জীবন ছিল চমকে পরিপূর্ণ। এমনকি জীবনসঙ্গীকেও খুব সহজে পাননি তিনি।
সহধর্মিনী রোমির সঙ্গে কপিল দেবের প্রথম আলাপ হয় এক বন্ধুর মাধ্যমে। ১৯৭৭ সালে দুজনের আলাপ করিয়ে দিয়েছিলেন সুনীল ভাটিয়া নামে এক বন্ধু। প্রথম দেখাতেই রোমির রূপে মুগ্ধ হন কপিল। তাকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্যই ক্রিকেটকে বেছে নেন এই অলরাউন্ডার। তিনি দিল্লিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দেখতে আসার জন্য রোমিকে আমন্ত্রণ জানান।