হ্যান্ড স্যানিটাজার দিয়ে ফোন পরিষ্কার করলে মারাত্মক ক্ষতি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১৫:০৬
মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যানিটাইজার স্প্রে’র মতো ভাইরাস দূরে রাখার নানা জিনিস জুড়ে গিয়েছে মানুষের দৈনন্দিন জীবনে। তবে শুধু নিজেকেই তো নয়, নিজের সঙ্গে বাইরে নিয়ে যাওয়া জিনিসগুলোকেই জীবাণুমুক্ত রাখা বিশেষ প্রয়োজন। আর সেই তালিকায় সর্বাগ্রে আসে স্মার্টফোনটির নাম। কিন্তু সমস্যা হল স্যানিটাইজার দিয়ে হাত সাফ করার মতোই যদি মোবাইল ফোনটিকেও পরিষ্কারের চেষ্টা করেন, তাহলে আর রক্ষা নেই।
এক লাফে অনেকখানি আয়ু কমবে আপনার সাধের ফোনটির। জেনে নিন, স্মার্টফোনে স্যানিটাইজ ব্যবহার করলে কী ধরনের ক্ষতি হতে পারে। বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে যেখানে-সেখানে আপনার স্মার্টফোনটি পড়ে থাকে। ফলে তাতে ধুলা-বালি লেগে থাকা অস্বাভাবিক কিছু নয়। সেই মোবাইলই স্বচ্ছন্দে হাতে তুলে নিয়ে কানে ঠেকান।