গাছের চারা নিয়ে শপথ

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৯:০২

খবরটি ছোট। কিন্তু তাৎপর্য বড়। গত রোববার শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক ও শিক্ষার্থীরা এক হাতে চারা, আরেক হাতে লাল কার্ড নিয়ে শপথ নিয়েছেন। তাঁরা শপথ নিয়েছেন গাছের চারা রোপণ করে দেশকে সবুজ করবেন। পরিবেশ নির্মল করবেন, অক্সিজেনের অভাব দূর করবেন। আর লাল কার্ড দেখাবেন মাদকসেবী ও ধর্ষকদের।

যে সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষকদের উৎপাত বেড়েছে, ভয়াবহভাবে মাদকের বিস্তার ঘটছে, সে সময়ে এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, আইন প্রয়োগের পাশাপাশি মাদকসেবী ও ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা খুবই জরুরি। পরিবার ও সমাজ থেকেই এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us