অফিসারদের ‘সঠিক’ ভূমিকা দাবি

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ০৬:০৭

সোমবার রাজ্য মুখ্য নির্বাচনী দফতরে হওয়া (সিইও) বৈঠকে ত্রুটিবিহীন ভোটার তালিকা এবং বিএলওদের ‘সঠিক’ ভূমিকা পালন সুনিশ্চিত করার দাবি করলেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। তা নিয়ে দলগুলির পরামর্শ, মত ও ভাবনা জানতে এ দিন বৈঠক ডেকেছিলেন সিইও আরিজ আফতাব। সেখানে ত্রুটিবিহীন ভোটার তালিকা তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে দাবি জানায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ সব দলই। তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এক জন ভোটারও যাতে ভোটদান থেকে বঞ্চিত না হন। তা নিয়ে এখন থেকে পদক্ষেপ করতে হবে কমিশনকে।’’ সিপিএম নেতা রবীন দেবের দাবি, ‘‘ভুতুড়ে নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us