শিক্ষা সচিবসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ২১:২১

উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসাইনসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

নোয়াখালীর সুবর্ণচরের এক হাইস্কুলের প্রধান শিক্ষকের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। আবেদনের পক্ষে আদালতে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির।

সোমবার (৯ নভেম্বর) তিনি জানান, ওই প্রধান শিক্ষকের আবেদনের শুনানি নিয়ে চারজনের বিরুদ্ধে রোববার হাইকোর্ট চার সপ্তাহের এই রুল জারি করেন। অন্য তিনজন হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি উচ্চ মাধ্যমিক-৩) মো. কামরুল হাসান এবং মাউশি'র সহকারী পরিচালক (ম-২) দুর্গা রানী শিকদার।

হুমায়ন কবির আরও জানান, নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র মজুমদারের এমপিও ২০১৯ সালের ২১ আগস্ট স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us