মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নতুন সরকার গড়ার জন্য পার্লামেন্টে যথেষ্ট আসন পাওয়ার দাবি করেছে।
মিয়ানমারে এবার নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে রোববার। বেসরকারি ফলে এনএলডি এগিয়ে রয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানানোর পর সোমবার দলটি এই জয় দাবি করল।
এনএলডির মুখপাত্র মিও নিন্ত বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, অভ্যন্তরীন প্রতিবেদনে দেখা গেছে, অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি পার্লামেন্টে প্রয়োজনীয় ৩২২ আসনে জয় পেয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি।