টি টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে আজ হরমনপ্রীত কৌরের সুপারনোভাসের সামনে স্মৃতি মান্ধানার ট্রেলব্লেজার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সুপারনোভাস ক্যাপ্টেন হরমনপ্রীত।
ভেলোসিটির বিরুদ্ধে হার দিয়ে এ বারের টুর্নামেন্ট শুরু করে সুপারনোভাস। পরের ম্যাচেই ভেলোসিটিকে বিধ্বস্ত করে ট্রেলব্লেজার্স। তাদের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভেলোসিটি। মাত্র ৪৭ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ব্যাট করতে নেমে খুব সহজেই ম্যাচ জিতে নেয় ট্রেলব্লেজার্স।
সুপারনোভাসের কাছে শেষ ম্যাচ হয়ে দাঁড়ায় মরণবাঁচনের। রুদ্ধশ্বাস ম্যাচে ট্রেলব্লেজার্সকে ২ রানে হারিয়ে ফাইনালে যায় হরমনপ্রীতের দল। অভিজ্ঞতা থেকে হরমনপ্রীত দেখেছেন, প্রথমে ব্যাট করা কঠিন।
তাই ফাইনালে রান তাড়া করতে চান তিনি। সেই কারণে টস জিতে হরমনপ্রীত ব্যাট করতে পাঠান স্মৃতি মান্ধানার দলকে। স্মৃতি অবশ্য টস হেরে খুশি। কারণ তিনি প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন।