নাগর্নো-কারাবাখের গুরুত্বপূর্ণ শহর আজারবাইজানের দখলে
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৮:৫২
আরও গভীর হচ্ছে নাগর্নো-কারাবাখ সংকট। আর্মেনিয়ার সেনা, আর্মেনিয়ার মদতপুষ্ট নাগর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা এবং আজারবাইজানের বাহিনীর মধ্যে একমাসেরও বেশি সময় ধরে সেখানে যুদ্ধ চলছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একাধিকবার দুইপক্ষের মধ্যে শান্তিচুক্তি করানোর চেষ্টা করেছে। খবর ডয়চে ভেলের।
তবে চুক্তিতে সই করলেও বাস্তবে যুদ্ধ বন্ধ করেনি কোনও পক্ষই। দুইপক্ষই একের পর এক শহর ধ্বংস করেছে। এতে গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে রোববার আজারবাইজানের সেনাবাহিনী দাবি করেছে, তারা নাগর্নো-কারাবাখের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও একটি টেলিভিশন সাক্ষাৎকারে একই কথা বলেছেন। তিনি বলেছেন, নাগর্নো-কারাবাখের শহর শুশা এখন আজারবাইজানের দখলে। আর্মেনিয়ার ভাষায় এই শহরটিরই নাম শুশি।