বাইডেনের জয়ে চীনা টেক কোম্পানিগুলোতে স্বস্তি, আছে উদ্বেগও
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৬:৩৪
ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় চীনা কোম্পানিগুলো স্বস্তি পেলেও একেবারে নিরুদ্বেগ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্পের সময় চীনা প্রযুক্তি কোম্পানিগুলোকে কেন্দ্র করে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব ছিলো দৃশ্যমান। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি, গুপ্তচর বৃত্তির অভিযোগ সহ নানা অজুহাতে চীনা কোম্পানিগুলোর ওপর চড়াও হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এতে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো ক্ষতির মুখোমুখি হয়। এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন যুক্তরাষ্ট্রে। এসেন ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন। এতে করে স্বস্তি পেয়েছে চীনা কোম্পানিগুলো।
জো বাইডন ক্ষমতায় আসায় চীনা কোম্পানিগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গঠনমূলক হবে মনে করলেও প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বীতা হ্রাস পাবে- এমনটা খুব কম লোকই মনে করেন।
এই বিষয়ে ইউনিভার্সিটি অব ঝেজিয়াংয়ের অধ্যাপক ফ্যাং জিংডং বলেন, বাইডেন তার দায়িত্ব গ্রহণ করলে চীনের প্রযুক্তি সংস্থাগুলো স্বস্তি পেতে পারে।
তিনি বলেন, অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সীমাবদ্ধতা হ্রাস করবে, আলোচনার পথ খোলা রাখবে, সম্মানজনক ন্যায্য প্রতিযোগিতা এবং নতুনত্ত্বের উদ্ভাবনের জায়গায় বাধা তৈরি হবে না’।