‘মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে’ জেলে নিহতে বিজিবির প্রতিবাদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৫:২৩

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ‘মাছ ধরতে যাওয়া এক বাংলাদেশি জেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে' নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিপি’কে চিঠি পাঠিয়েছে বিজিবি। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে বাংলাদেশি জেলে নিহতের ঘটনায় সোমবার সকালে বিজিবি এ প্রতিবাদ চিঠি পাঠান।

নিহত মোহাম্মদ ইসলাম (৩০) টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়ার গুরা মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে লে. কর্নেল ফয়সল বলেন, গত শনিবার রাতে টেকনাফে নাফ নদীর জলিলের দিয়া এলাকায় একটি নৌকায় মোহাম্মদ ইসলামসহ দুই জেলে মাছ ধরছিলেন।

এক পর্যায়ে মিয়ানমার জলসীমা থেকে বিজিপির ছোড়া গুলিতে একজন বিদ্ধ। পরে স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, “শনিবার রাতে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসে। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। রাতেই তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us