মাদারীপুর শহরে অন্তঃসত্ত্বা না হয়েও শিল্পী বেগম এক নারীকে অংঃসত্ত্বা বানিয়ে মিথ্যা রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে বেসরকারি সেতারা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। সেই রিপোর্ট দেখিয়ে প্রতিবেশি মাসুদ আকনের বিরুদ্ধে সন্তান নষ্টের মিথ্যা মামলা করেছেন শিল্পী বেগম। এ ঘটনায় সেতারা জেনারেল হাসপাতাল টাকার বিনিময়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে জানিয়ে সিভিল সার্জনের কাছে বিচার চেয়েছেন ভুক্তভোগী মাসুদ আকন।
২৯ অক্টোবর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো লিখিত অভিযোগে মাসুদ আকন জানান, সদর উপজেলার হাজরাপুরের শিল্পী বেগম ২৮ সেপ্টেম্বর মাদারীপুর শহরের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালে আলট্রাসনোগ্রাম ও প্রেগনেন্সি টেস্ট করান।