স্মার্টফোন চালু করলে পর্দায় অনেক ধরনের অ্যাপ ভেসে ওঠে। বেশিরভাগই বিদেশি। ভালো করে তাকালে দেখা যাবে দেশি অ্যাপও আছে। হয়তো আপনার মোবাইলে আর্থিক সেবার অ্যাপ আছে যা দিয়ে আপনি লেনদেন করেন। হয়তো ব্যাংকের একটা অ্যাপও রয়েছে।
যে মোবাইল অপারেটরের সিম বা সংযোগ ব্যবহার করছেন সেই কোম্পানির অ্যাপটিও আছে। তা দিয়ে রিচার্জ করছেন, ইন্টারনেট কিনছেন, প্রিয়জনকে বান্ডল উপহার পাঠাচ্ছেন। রাইড সেবা নেওয়ার অ্যাপও রয়েছে কোনও না কোনও। এসবই দেশি অ্যাপ। বলা যায় আপনার অগোচরেই যথেষ্ট বড় হয়েছে দেশি অ্যাপস বাজার। সংশ্লিষ্টরা বলছেন, এই বাজারের আকার এখন অন্তত হাজার কোটি টাকা।