বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মেয়র লিটন
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৪:৫৯
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করার পর আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য সমবায়ের উপর গুরুত্বারোপ করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু বঙ্গবন্ধু দেশ গড়ার সময় পাননি, ঘাতকরা তাকে সেই সময় দেয়নি।
তবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন প্রধানমন্ত্রী। শনিবার বেলা ১১টায় শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে সভার আয়োজন করে জেলা প্রশাসন ও রাজশাহী সমবায় বিভাগ।