স্বাস্থ্যকর্মী-বয়স্ক মিলিয়ে ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১৩:৩৩
চিকিৎসক-বয়স্ক ছাড়াও কো-মর্বিড মিলিয়ে প্রাথমিক ভাবে দেশের প্রায় ৩০ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র। প্রাথমিক ভাবে কারা টিকা পাবেন, সেই তালিকা তৈরি করাও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কী ভাবে ওই মানুষজনের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে, তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে। কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, টিকার জন্য ৪টি গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরা হলেন—
১) চিকিৎসক ছাড়াও নার্স-আশাকর্মী মিলিয়ে অন্তত ১ কোটি স্বাস্থ্যকর্মী। এঁদের পাশাপাশি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারির পড়ুয়াদেরও।
২) করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পুরকর্মী, পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে ২ কোটি মানুষকেও চিহ্নিত করা হয়েছে।
৩) ৫০ বছর বেশি বয়সি ২৬ কোটি মানুষকেও প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে।
৪) ৫০ বছরের কমবয়সি হওয়া সত্ত্বেও যাঁদের কো-মর্বির্ডিটি রয়েছে, এমন ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।