ফরাসি প্রেসিডেন্টের কুশপুতুল দাহের সময় তিনজন দগ্ধ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২০, ১২:২৩

ফরাসি প্রেসিডেন্টের কুশপুতুল দাহ করার সময় চুয়াডাঙ্গায় দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নেহালপুর গ্রামের রবগুল হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), হাসমত আলীর ছেলে রাফি (৭) ও শৈলমারী গ্রামের হামিদুল্লাহর ছেলে রহমতুল্লাহ (১১)। স্থানীয় বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফ্রান্সবিরোধী বিক্ষোভের আয়োজন করে সাধারণ মুসল্লিরা। সেখানে তিন গ্রামের কয়েকশ মুসল্লি অংশ নেন। বিক্ষোভ শেষে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কুশপুতুল দাহ করা হয়। এ সময় মিলন, রাফি ও রহমতুল্লাহ আগুনে দগ্ধ হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us