‘দূর দেশ’, ‘পদ্মা নদীর মাঝি’, ‘মিস লঙ্কা’, ‘মনের মাঝে তুমি’র মতো বেশ কিছু বাংলা সিনেমা নির্মিত হয়েছিল বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায়। সেই সময়ে হয়তো যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে শক্ত সব নীতিমালা ছিল না। নীতিমালা প্রণয়ন এবং সেটি সংশোধনের পর থেকে আটকে আছে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ।
গত তিন বছর যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের তেমন কোনো খবর নেই। অথচ পাঁচ বছর আগেও যৌথ প্রযোজনায় ছবি তৈরির জোয়ার এসেছিল। ২০১৭ সালের ডিসেম্বর মাসে যৌথ প্রযোজনার সংশোধিত নীতিমালা হওয়ার পর থেকেই ছবি নির্মাণ আটকে আছে। নতুন নীতিমালা মেনে এখন পর্যন্ত একটি ছবিও নির্মিত বা মুক্ত হয়নি। এ সময়ের মধ্যে ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’, ‘নূরজাহান’ ও ‘তুই আমার রানী’ নামে তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তবে ছবি তিনটি যৌথ প্রযোজনার পুরোনো (২০১২ সাল) নীতিমালায় তৈরি।