ঢাকার খিলগাঁওয়ের তালতলায় একটি কাপড়ের দোকানে চাকরি করতো তাসিন (২২)। ধারের ৫শ’ টাকা না দেওয়াতে সমবয়সী বন্ধু নজরুলের সাথে তর্কবিতর্ক হয় তার। এতে ক্ষিপ্ত হয়ে নজরুল ও আরও সাতজন মিলে পরিকল্পনা করে পানিতে চুবিয়ে হত্যা করে তাসিনকে। এই ঘটনার ১৮ মাস পর মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা পিবিআই নারায়ণগঞ্জ। হত্যার ঘটনার বিবরণ দিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে প্রধান আসামি নজরুল।
শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম। মামলাটি তদন্ত করছেন পিবিআই নারায়ণগঞ্জের পরিদর্শক মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি জানান, গত ৪ নভেম্বর ঢাকার খিলগাঁও এলাকা থেকে সিএনজি চালক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। নজরুল ভোলার ভেদুরিয়া থানার বয়াতিবাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে। নিহত তাসিন মাদারীপুর জেলার শিবচরের মাসুদ মাতবরের ছেলে। সে ঢাকায় ভাড়া থেকে খিলগাঁওয়ের তালতলা এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করতো। তাসিনকে হত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে শাওন (২০) ইমরান (২০), শামীম (২১) ও আব্বাস (২০) নামে আরও চারজনকে।