শিকারিদের হাতে ধরা পড়া বিপন্ন প্রজাতির ৭১০টি পাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পাখিগুলো অবমুক্ত করা হয় বলে জানান র্যাব-১ এর অধিনায়ক শাফি উল্লাহ বুলবুল।তিনি বলেন, বিপন্ন প্রজাতির শিকার ও বিক্রির অপরাধে আশুলিয়া থেকে চার জনকে গ্রেপ্তার করে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।