জার্মানিতেও সন্ত্রাস দমন অভিযানের খবর

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২০, ১৫:০২

ইউরোপীয় স্তরে উগ্র ইসলামি নেটওয়ার্ক নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷ ফ্রান্স ও অস্ট্রিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আততায়ীরা কি সত্যি নিজস্ব আবেগের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে, নাকি তারা ইউরোপজুড়ে কোনো বড় নেটওয়ার্কের অংশ৷ একাধিক দেশে তদন্ত চালিয়ে কর্তৃপক্ষ সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করছেন৷ উগ্র ইসলামি ভাবধারায় উদ্বুদ্ধ কিছু মানুষের মধ্যে যোগাযোগের নানা দৃষ্টান্ত উঠে আসছে৷

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ভিয়েনায় বলেন, ভিয়েনার আততায়ী সম্ভবত এক ব়্যাডিকাল ইসলামি নেটওয়ার্কের অংশ ছিল৷ সুইজারল্যান্ডের ফেডারেল পুলিশ জুরিখ শহরের কাছে ভিয়েনার আততায়ীর ঘনিষ্ঠ সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে৷ সুইজারল্যান্ড ছাড়া অন্য একটি দেশেও ভিয়েনার আততায়ীর যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে৷ অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কোনো দেশের নাম না করলেও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার সংসদে বলেন, জার্মানিতে বিপজ্জনক হিসেবে চিহ্নিত চরমপন্থিদের সঙ্গে ভিয়েনার হামলাকারীর যোগাযোগ ছিল৷ উল্লেখ্য, ভিয়েনার হামলার সঙ্গে জড়িত সন্দেহে সে দেশে মোট ১৫ জনকে আটক করা হয়েছে৷ অস্ট্রিয়ার পুলিশ প্রধান ফ্রানৎস রুফ বলেন, তারা প্রত্যেকেই ব়্যাডিকাল ইসলামি ভাবধারায় অনুপ্রাণিত৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us