কার্তিকের তৃতীয় সপ্তাহে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল থেকে হঠাৎ জেঁকে বসেছে শীত। ওইদিন সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর হালকা বাতাস বইতে শুরু করে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাসে শীতের অনুভব বেশি হচ্ছে। গরম কাপড় গায়ে দিয়ে, কানটুপি ও গলায় মাফলার পেঁচিয়ে বেতাগীর মানুষ ঘর থেকে বের হচ্ছেন। অথচ একদিন আগেও সাধারণ পোশাকেই ঘুরে বেড়িয়েছেন তারা।