বাংলাদেশ নৌবাহিনীতে পাঁচটি জাহাজের কমিশনিং হয়েছে। এর মধ্যে দুটি ফ্রিগেট একটি করভেট ও দুটি আধুনিক জরিপিও জাহাজ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজগুলোকে নৌবাহিনীতে কমিশনিং করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশ নৌবাহিনী তার ক্রমাগত অগ্রযাত্রায় আরও এক ধাপ এগিয়ে গেল। দিনটি শুধু বাংলাদেশ নৌবাহিনীর জন্য নয়, সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত গৌরবের।’
এই কমিশনিংয়ের ফলে বাংলাদেশের জলসীমা সুরক্ষায় এবং নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করে অপারেশনাল কার্যক্রম শুরু করল ফ্রিগেট বানৌজা ওমর ফারুক, আবু উবাইদাহ; করভেট যুদ্ধজাহাজ প্রত্যাশা এবং দুই জরিপ জাহাজ বানৌজা দর্শক ও তল্লাশী।