চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে ম্যাচের ফলে খুশি হলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ইউভেন্তুস কোচ আন্দ্রেয়া পিরলো। বিশেষ করে নিজের ফরোয়ার্ডদের মানসিকতার কড়া সমালোচনা করেছেন তিনি। কোনোরকম রাখঢাক না করে আক্রমণভাগের খেলোয়াড়দের ‘স্বার্থপর’ বলে দিলেন সাবেক তারকা এই মিডফিল্ডার। প্রতিযোগিতাটিতে আগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে হারা ইউভেন্তুস বুধবার বুদাপেস্টে স্বাগতিকদের হারায় ৪-১ গোলে। আলভারো মোরাতার জোড়া গোলের পর ব্যবধান বাড়ান বদলি নামা পাওলো দিবালা। অন্য গোলটি আত্মঘাতী।
ম্যাচটিতে অনেক সুযোগ নষ্ট করে সেরি আ চ্যাম্পিয়নরা। তবে প্রতিপক্ষের হাস্যকর সব ভুলে বড় জয়ই পায় তারা। স্কাই স্পোর্ত ইতালিয়ায় ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন পিরলো। “ম্যাচের ফল নিয়ে আমরা খুশি, তবে পারফরম্যান্সের দিক দিয়ে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা অনেক ভুল করেছি…তাই আমাদের উন্নতি দরকার।”