বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে উপনির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য অত্যাচার-নির্যাতন সহ্য করে কারচুপির নির্বাচন জেনেও অংশ নিচ্ছে বিএনপি।
বুধবার দুপুরে সিরাজগঞ্জের নলকায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মিলনায়তনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব কথা বলেন রুহুল কুদ্দুস। তিনি সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর উপজেলার আংশিক) আসনের আসন্ন উপনির্বাচনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হিসেবে কাজ করছেন।