বিদেশফেরত কর্মীদের সনদ দেবে সরকার : প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ২১:৪৭
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ প্রত্যাগত কর্মীদের অর্জিত দক্ষতার সনদের ব্যবস্থা করছে সরকার। বুধবার অনলাইনে দেশের ৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ প্রত্যাগত কর্মীদের পূর্ব অর্জিত দক্ষতার সনদ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
ইমরান আহমদ বলেন, ‘কর্মীরা তাদের পূর্ব অর্জিত দক্ষতার স্বীকৃতি পেলে গুণগত শ্রম অভিবাসন নিশ্চিত হবে এবং রেমিটেন্সের পরিমাণও বৃদ্ধি পাবে।’