জুয়েল হত্যা-লাশ পোড়ানোর প্রতিবাদে ৫ মিনিট অন্ধকার ছিল শালবন
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২০, ২০:০৬
লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েলকে পিটিয়া হত্যার পর লাশ পোড়ানোর প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ৫ মিনিট অন্ধকারে নিমজ্জিত ছিল রংপুর নগরীর শালবন এলাকা। এ সময় ওই এলাকার সব বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের আলো নিভিয়ে রাখা হয়।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫ মিনিট পর্যন্ত শালবন, বোতলা, মিস্ত্রীপাড়া, খেড়বাড়ি, শিয়ালুর মোড় এলাকা অন্ধকারে নিমজ্জিত থাকে। এ সময় সবাই ঘরের বাইরে বেরিয়ে সারিবদ্ধভাবে সড়কে দাঁড়িয়ে জুয়েলের হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্লোগান দেয়।