আগামী বছর শাওমি, ভিভো এবং অপোর কাছে এক্সিনস অ্যাপ্লিকেশন প্রসেসর সরবরাহের পরিকল্পনা করেছ দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
সম্প্রতি খবরটি উঠে এসেছে বিজনেসকোরিয়া’র এক প্রতিবেদনে। এক্সডিএ ডেভেলপার্স সহ একাধিক প্রযুক্তি সাইটের খবর বলছে, এক্সিনস চিপসেটের জন্য নতুন ক্রেতা খুঁজছে স্যামসাং।
স্বল্প মুনাফার কারণে এরই মধ্যে স্যামসাংয়ের এলএসআই ব্যবসায়িক বিভাগ নিজেদের ‘ওয়্যারলেস বিজনেস ডিভিশনের’ কাছে এক্সিনস চিপ সরবরাহ কমিয়ে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে বর্তমানে বাজারে আগের অবস্থানে নেই হুয়াওয়ে।