মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আসতে শুরু করেছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন হোয়াইট হাউসের বাইরে সমাবেশ করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের শত শত সমর্থক। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সেখানে নাচ-গান আর উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা। তাঁদের আশাবাদ, এবার জয়ের মালা বাইডেনই পরবেন। সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হোয়াইট হাউসের বাইরে যে এলাকায় বাইডেন সমর্থকেরা জড়ো হয়েছেন, সেটিকে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করা হয়।
ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেওয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ২৭ বছর বয়সী মালিক উইলিয়ামস বলেন, ‘বর্তমান প্রেসিডেন্টের এখান থেকে (হোয়াইট হাউস) বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে আশা করছি। আর এজন্য আগাম উদযাপন করতেই এখানে এসেছি।’