You have reached your daily news limit

Please log in to continue


বহু দিন পর শুভেন্দুর মুখে ‘নেত্রী’, বার্তা কি কালীঘাটকে

শুভেন্দু অধিকারীর বক্তৃতায় অনেক দিন পর ‘নেত্রী’ উচ্চারণ। আর এই ছোট্ট উচ্চারণেই বড় বার্তার সুর খুঁজে পাচ্ছেন অনেকে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঞ্চায়েতের এক সভায় বক্তব্য রাখেন শুভেন্দু। সেখানেই নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাকে বললেন নেত্রী, আমি লড়াই করলাম...।” গত বেশ কিছু দিন ধরে তাঁর প্রকাশ্য বক্তব্যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি শুভেন্দু। এ দিন পটাশপুরে শুভেন্দুর এই ‘নেত্রী’ উচ্চারণকে কেউ কেউ দলনেত্রীর প্রতি বার্তা হিসেবেই দেখছেন। তবে এ দিনই, কাঁথি শহর ছয়লাপ করে দেওয়া শুভেন্দু অনুগামীদের ব্যানার ঘিরে নতুন করে দ্বৈরথে জড়াল পূর্ব মোদিনীপুর জেলা তৃণমূলের দুই শিবির। মঙ্গলবার সকালে কাঁথি শহর ছেয়ে যায় তাঁর অনুগামীদের ‘অঙ্গীকার’ ব্যানারে। ব্যানারে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। লেখা রয়েছে, ‘দাদার সাথে ছিলাম আছি থাকব’। আর একদম নীচে লেখা ‘অঙ্গীকার’, যার পাশে রয়েছে একগুচ্ছ স্বাক্ষর। এই পোস্টার পড়তেই কথার যুদ্ধ শুরু হয়ে যায় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের অভ্যন্তরে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন