মঠবাড়িয়ায় ১ লাখ টাকার অবৈধ জাল ও মাছ ধরার নৌকা জব্দ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৯:৪৭
পিরোজপুরের মঠবাড়িয়ার চালিতাবুনিয়া স্লুইস গেটে (মিরুখালী বাজারের পূর্ব পাড়ে) সোমবার সন্ধ্যায় উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকার বাঁধা জাল, চরগড়া জাল, কারেন্ট জালসহ মাছ ধরার উপকরণ এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ১ টি নৌকা জব্দ করেছে। জব্দকৃত জাল ও অন্যান্য উপকরণ স্লুইস গেটের পাশে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং জালের অবকাঠামো স্থানীয় ১ টি ইয়াতিম খানায় জ্বালানি কাঠ হিসেবে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। জব্দকৃত নৌকাটি নিলামে উঠানোর জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে দেয়া হয়।