প্যানিক রুম’, তুমুল আলোচিত, জনপ্রিয় ‘টোয়ালাইট’ সিরিজ, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’, ‘ইনটু দ্য ওয়াইল্ড’, ‘চার্লিস অ্যাঞ্জেলস’, ‘পার্সোনাল শপার’, ‘আন্ডারওয়াটার’। এসব ছাপিয়ে ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে আলোচনা হয় তাঁর বক্তব্য, কর্মকাণ্ড ও প্রেম নিয়ে।
২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচা নগ্ন পায়ে হেঁটে পার হয়েছেন। বিনোদনের বিশ্ব অঙ্গনে এ নিয়ে হয়ে গেছে তুলকালাম কাণ্ড। পরদিন প্রথম সারির সব খবরের কাগজ ফলাও করে প্রকাশ করেছিল সে ঘটনা। করবে না কেন! উৎসব কর্তৃপক্ষ