হাথরস তদন্ত কী অবস্থায়, ২৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট চাইল হাইকোর্ট

এইসময় (ভারত) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ০৮:৩৪

হাথরস গণধর্ষণ মামলার তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তার বিশদ জানতে চেয়ে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ২৫ নভেম্বরের মধ্যে হাথরস গণধর্ষণ মামলার স্টেটাস রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। ওই দিনই শুনানির জন্য মামলাটি গ্রহণ করা হবে।

সুপ্রিম নির্দেশে হাইকোর্টের লখনউ বেঞ্চের নজরদারিতে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে। দলিত তরুণীর পরিবার ছাড়াও একাধিক মহল থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে আবেদন জমা পড়েছিল। তার প্রেক্ষিতেই এই নির্দেশ। অবশ্য তার অনেক আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে এলাহাবাদ হাইকোর্টের লখনউ ডিভিশন বেঞ্চ। যোগী প্রশাসনকে ভর্ত্‍‌সনার মুখেও পড়তে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us