যানবাহন ও পথচারী চলাচল নির্বিঘ্ন করতে দুই বছর আগে নির্মাণ করা হয় পাকা সেতুটি। কিন্তু সেতুতে ওঠার জন্য নেই কোনো সংযোগ সড়ক। অগত্যা সেতু পার হওয়ার জন্য স্থানীয়রা দুই পাশে তৈরি করেছেন বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে পায়ে হেঁটে সেতুতে ওঠা গেলেও কোনো যানবাহন পারাপার সম্ভব নয়। এতে সেতু নির্মাণের মূল উদ্দেশ্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সাঁকোর খরচ বাবদ টাকা গুণতে হচ্ছে পথচারীদের।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি এলাকায় রূপসী-পাকুরতলা সড়কে এ সেতুর অবস্থান। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে সেতুতে উঠতে বৃদ্ধ, নারী ও শিশুদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবেই শত শত মানুষ প্রতিদিন হাট-বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা করে থাকেন।