এ বার ভারত মহাসাগরে টহলদারি চালাবে জার্মানির যুদ্ধজাহাজ। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-ক্যারেনবাওয়ার।
আগামী বছর থেকেই টহলদারি শুরু হবে বলে জানিয়েছেন ক্যারেনবাওয়ার। ওই সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই অঞ্চলে জার্মানির উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ওই অঞ্চলে আমাদের অবস্থানটা ঠিক কী, তা জেনে নেওয়াটাও জরুরি।”