আলুর দাম নিয়ে সরকারি সিদ্ধান্ত মানা হচ্ছে না। ক্রেতা পর্যায়ে বিক্রিতে সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও দেশের আড়তগুলো থেকেও উধাও হয়ে যাচ্ছে এই নিত্যপণ্যটি। আলু নিয়ে নজিরবিহীন এই পরিস্থিতির জন্য পাইকার ও আড়তদাররা দুষছেন হিমাগার মালিকদের। আবার হিমাগার মালিকরা কৃষকের থেকে বাড়তি দামে আলু কেনার অজুহাত দেখাচ্ছেন। আড়তদারদের দাবি,
হিমাগার থেকে বেশি দামে আলু কেনায় বড় বড় বাজারে ঢুকছে না আলুর ট্রাক। এর সঙ্গে মোবাইল কোর্টের সাজার ভয়েও আছেন তারা। যে কারণে চাইলেও আড়তদাররা আলু নিচ্ছেন না। তাদের ভাষ্য, আলুর দাম স্থিতিশীল করতে হিমাগারে সরকারের নজরদারি বাড়ানোর বিকল্প নেই।