মতামত উপেক্ষা, স্থায়ী করার চিন্তা

প্রথম আলো প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ২২:০৬

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি করছে, তাই এই পরীক্ষা বাদ দেওয়া দরকার—শিক্ষাবিদ, শিক্ষাবিষয়ক গবেষক ও অভিভাবকদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে এ কথা বলে আসছে। তারা বলছে, শিশুদের এই পরীক্ষা মুখস্থনির্ভরতা, গাইড বই অনুসরণ, কোচিং বাণিজ্য ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রসার ঘটিয়েছে। সরকারের করা জাতীয় শিক্ষানীতিতেও পঞ্চম শ্রেণিতে জাতীয়ভাবে পরীক্ষা নেওয়ার কথা নেই।

কিন্তু বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে এই পরীক্ষাকে স্থায়ী রূপ দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ জন্য ‘প্রাইমারি শিক্ষা বোর্ড’ করার চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন প্রথম আলোকে বলেছেন, বিষয়টি (প্রাইমারি শিক্ষা বোর্ড করা) এখন পর্যন্ত আলোচনায় আছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us