হবিগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বণিক বার্তা প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১৮:০৪

হবিগঞ্জ সদর উপজেলার কাকুয়াকান্দি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় ১৩ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে চিকিত্সা দেয়া হয়েছে।

আজ রোববার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কাকুয়াকান্দি বিলে মাছ ধরা নিয়ে কাকুয়াকান্দি গ্রামের মৃত বিলাল মিয়ার ছেলে বারিক মিয়া ও একই গ্রামের মৃত কিসমত আলীর ছেলে মন্নান মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী শিশুসহ অন্তত ২০ জন আহত হন।

আহতরা হলেন- জালাল মিয়া (৩৫), রাহেলা খাতুন (৩৮), কাসেম মিয়া (২০), ফয়সল আহমেদ (১৯), এমদাদুর রহমান (১৮), তাহির মিয়া (৬০), রেনু মিয়া (৪৫), মরম আলী (৫০), সোহাগ মিয়া (২৪), সমছু মিয়া (৫০), কাউছার আহমদ (২৬), আব্দুল আউয়াল (৫০), বদরুল আলমকে (১৭) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us