৭ মাস পর খুলল সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১৫:৩২
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর রোববার থেকে খুলে দেয়া হয়েছে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। পার্কটির ব্যবস্থাপক মোহাম্মদ সাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক খুলে দেয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা প্রবেশ করতে পারবেন। এর আগে ১৯ মার্চ করোনাভাইরাসের বিস্তার রোধে বন বিভাগের সব জাতীয় উদ্যানসহ পর্যটন এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন মন্ত্রণালয়। ১৯৯৮ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এ বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কটি প্রতিষ্ঠিত হয়।