উজানের ঢল ও বৃষ্টিতে ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার মধ্যরাতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর এলাকায় বাঁধে ভাঙন দেখা দেয় বলে এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম জানিয়েছেন।
রোববার সকাল ৯টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বলে জানান ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন।