জুড়ীতে ইউএনও-স্যানিটারি কর্মকর্তা পরিচয়ে প্রতারকচক্রের টাকা দাবি
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ০৭:৪০
মৌলভীবাজারের জুড়ীতে ইউএনও-স্যানিটারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারকচক্র মুঠোফোনে ব্যবসায়ীর কাছে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে এ ব্যাপারে জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ব্যবসায়ী ও জিডি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২ টা ১৮ মিনিটে উপজেলার ফুলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দিন সেলিম তার ফোন দিয়ে ফুলতলাবাজারের মিষ্টি ব্যবসায়ী আশিষ চক্রবর্তীকে (৪৫) স্যানিটারি ইন্সপেক্টরের সাথে কথা বলার জন্য বলেন।