করোনায় আক্রান্ত আফ্রিকান ফুটবলের সভাপতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৭:৩৭

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এর সভাপতি আহমাদ আহমাদ করোনায় আক্রান্ত হয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো করোনায় আক্রান্তের এক সপ্তাহ পর দ্বিতীয় কোন কনফেডারেশনের সভাপতি হিসেবে আহমাদ কোভিড-১৯ পজিটিভ হলেন। এক সংক্ষিপ্ত বিবৃতিতে আহমাদ নিজেই বলেছেন, আজ সকালে আমাকে কোভিড-১৯ পজিটিভ হিসেবে নিশ্চিত করা হয়। আমার মধ্যে হালকা কিছু উপস্বর্গ রয়েছে। তবে আমি সুস্থ অনুভব করছি। এখন আমাকে অন্তত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে মঙ্গলবার একইভাবে ইনফান্তিনো নিজের করোনা আক্রান্তের বিষয়টি প্রকাশ করেছিলেন। ফিফা জানিয়েছে অন্তত ১০ দিনের জন্য ইনফান্তিনো বাসায় আইসোলেশনে থাকবেন। ৬০ বছর বয়সী আহমাদ আগামী মার্চে পুনরায় সিএএফ সভাপতি হিসেবে বহাল থাকার আশা করছেন। প্রথম মেয়াদে অবশ্য তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেছিল ফিফা। যদিও তার বিরুদ্ধে আনীত সব অভিযোগই অস্বীকার করেছেন আহমাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us