ম্যানসিটিতেই থাকতে চান গার্দিওলা

ঢাকা টাইমস প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৫:০৭

বার্সেলোনায় ফিরে যাবার থেকে ম্যানচেস্টার সিটিতেই থাকতে চান পেপ গার্দিওলা। সিটি বস নিজেই এই আগ্রহের কথা প্রকাশ করেছেন।

আগামী গ্রীষ্মে ইতিহাদ স্টেডিয়ামের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে গার্দিওলার। বার্সেলোনার সভাপতি প্রার্থী হিসেবে এগিয়ে ভিক্টর ফন্ট ইতোমধ্যেই ঘোষনা দিয়েছেন নির্বাচনে জয়ী হতে পারলে তার প্রথম কাজই হবে ৪৯ বছর বয়সী এই কোচকে আবারো ক্যাম্প ন্যুতে ফিরিয়ে নিয়ে আসা। আগামী মাসে অনাস্থা ভোটের সম্ভাবনায় একটু আগে ভাগেই বোর্ড পরিচালকদের নিয়ে পদত্যাগ করেছেন বার্সার বর্তমান সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। গার্দিওলা অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ম্যানচেস্টারে তিনি দারুন স্বস্তিতে আছেন, আনন্দেই আছেন। সিটি বস বলেন, ‘আমি এখানে সত্যিই দারুন খুশী। আশা করছি এই মৌসুমে ভাল কিছু করতে পারার বিনিময়ে আরো দীর্ঘদিন এই ক্লাবে থাকার সুযোগ হবে।’

এবারের প্রিমিয়ার লিগ মৌসুমের শুরুটা অবশ্য সিটির জন্য এখনো খুব একটা আশাব্যঞ্জক হয়নি। ওয়েস্ট হ্যামের সাথে ড্র করার পর পুনরায় লড়াইয়ে ফিরে আসার আশা করছে সিটিজেনরা। গার্দিওলার ইনজুরির তালিকা থেকে গাব্রিয়েল জেসুস ও নাথান আইকেকে দলে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন। ব্যস্ত প্রিমিয়ার লিগ মৌসুমে খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি বিবেচনা করে পুনরায় পাঁচজন খেলোয়াড় বদলীর নিয়মটি চালুর ব্যপারে মত দিয়েছেন গার্দিওলা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us