You have reached your daily news limit

Please log in to continue


পাহাড়ের আড়ালে আজও লুকিয়ে রয়েছে গুপ্তধনে ঠাসা এক শহর

সোনায় ভরা এক শহর। যেখানকার সবাই ধনী, এমন একটা শহর তো শুধু কল্পনাতেই উকিঁ দেয়! অথচ পৃথিবীর বুকেই রয়েছে সোনার এক শহর। যে শহরটি আজও মানুষের চোখের আড়ালেই রয়ে গেছে। তাহলে কি শহরটি কাল্পনিক? যুগ যুগ ধরে লোকমুখে চলে আসা সেই অনন্য শহরের খোঁজ চলছে তো চলছেই। তবে আজ পর্যন্ত খোঁজ মেলেনি শহরটির। জানা যায়, ইনকা সভ্যতারই একটি শহর এটি। তাদের শেষ উত্তরসূরি ছিল কেচুয়ান গোষ্ঠী। তাদের কাছেই শোনা যায় পূর্বপুরুষদের আশ্চর্য এক শহরের গল্প। কেচুয়ান ভাষায় পাইতিতি শব্দের অর্থ হলো ‘হোম অব জাগুয়ার ফাদার’। আর তাদের মতে, রত্নে ঠাসা এ শহরটি লুকানো আছে পাহাড়ের আড়ালে। যেখানে নাকি ঝরনার পানির ধারা বইছে। লোকচক্ষুর আড়ালে থাকা এই শহরের আবিষ্কার আবার নতুন করে এই প্রশ্নের আবির্ভাব ঘটেছে সত্যিই কি স্বর্ণের তৈরি কোনো শহরের অস্তিত্ব ছিল পৃথিবীর বুকে?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন