ইরানের বিরুদ্ধে মার্কিন নির্বাচনের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৪:০০

মার্কিন ফেডারেল কর্মকর্তারা অভিযোগ তুলেছেন, ইরানি হ্যাকাররা অন্তত একটি অঙ্গরাজ্যের ভোটারদের তথ্য হ্যাক করেছে। তারা বলছেন, কট্টর ডানপন্থি এবং নব্য ফ্যাসিবাদী ‘প্রাউড বয়েজ’ নামের একটি গ্রুপকে ব্যবহার করে ভোটারদের হুমকি দিয়ে বেশ কিছু ইমেইল পাঠানো হয়েছে।

প্রাউড বয়েজ’ যুক্তরাষ্ট্র এবং কানাডায় রাজনৈতিক সহিংসতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে থাকে। ওই গ্রুপ থেকে গত সপ্তাহে অনলাইনে হ্যাকাররা একটি ভিডিও পোস্ট করেছে। প্রচারণামূলক সেই ভিডিওতে চুরি করা তথ্য ব্যবহার করা হয়েছে।

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), সাইবার সিকিউরিটি এজেন্সি, সাইবার নিরাপত্তা এবং অবকাঠামো সুরক্ষা সংস্থার পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গ্রুপটিকে ব্যবহার করে ইরানি হ্যাকাররা কমপক্ষে একটি অঙ্গরাজ্যের ভোটার নিবন্ধনের তথ্য পেয়েছে। তারা হাজার হাজার ভোটারকে হুমকি দিয়ে মেইল পাঠাচ্ছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেসব ভিডিও প্রকাশ করা হয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে যে, সেগুলো প্রপাগান্ডামূলক ভিডিও। গত সপ্তাহে ফ্লোরিডা, আলাস্কাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ভোটারদের হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচনের দিন ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নইলে আমরা আপনাদের দেখে নেব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us