খুলনায় পুলিশকে মারধরের অভিযোগের শ্রমিকলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১২:৩০
খুলনার পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগে স্থানীয় এক শ্রমিক লীগ নেতার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফাতেমা আক্তার রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী।
রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার রাতে রূপসায় এ ঘটনায় রাতে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ বাদী হয়ে থানায় থানায় দুটি মামলা দায়ের করেছে। ওই মামলায় বিউটিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বর্ণনায় জাকির বলেন, “শুক্রবার দুপুরে ফাতেমা তার দুই ভাইপো আহমদ শেখ ও মোহাম্মদ শেখ এবং মনি গাজী নামে এক যুবক দুটি মোটরসাইকেলে রূপসা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন।
“তারা রূপসা সেতুর টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করলে টোল আদায়কারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন পুলিশ কনস্টেবল সাইদুর রহমান এগিয়ে গেলে তার সঙ্গেও বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে চারজন তাকে মারধর করেন।পরে টোলপ্লাজায় দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা বিউটিকে আটক করে।”