দিনে ১৬ বার সূর্যোদয় দেখেন তাঁরা

প্রথম আলো প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ০৮:০২

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মূলত নভোযান। কিংবা বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। মহাকাশ পর্যবেক্ষণের অবজারভেটরি বলতে পারেন। আবার গবেষণাগারও। সবচেয়ে বড় কথা, অজানা মহাশূন্যে এটি পৃথিবীবাসীর ঘর। নানা দেশ, নানা জাতির মানুষ একসঙ্গে কাজ করে যাচ্ছেন সেখানে। ২০০০ সালের ৩১ অক্টোবর পৃথিবী ছেড়ে মহাকাশ স্টেশনে পাড়ি দেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম শেফার্ড, রাশিয়ার ইউরি গিদজেঙ্কো এবং সের্গেই ক্রিকালেভ। ২ নভেম্বর মহাকাশ স্টেশনে ভেড়ে তাঁদের বহনকারী রাশান সয়ুজ নভোযান। সেই যে শুরু হলো, আজ পর্যন্ত মহাকাশ স্টেশন কখনো মানবশূন্য থাকেনি। সে দিনটির ২০ বছর পূর্তি উপলক্ষে চলুন আজ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) সম্পর্কে জেনে নেওয়া যাক চমকপ্রদ ১০টি তথ্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us