এবারের আলোচনার বিষয় ছিল ‘সবার জন্য সমান আইন'৷ কথায়-কথায় উঠে আসে বাংলাদেশে উগ্রবাদ ও উসকানির প্রসঙ্গও৷ ড. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার লালমনিরহাটে যে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এমন ঘটনা দেশে এই প্রথম নয়৷ এমনটা আগেও ঘটেছে৷ তাঁর মতে, এবারের বিশেষত্ব হচ্ছে মানুষের মধ্যে করোনাকালীন হতাশা ও ক্ষোভ৷ সাথে ধর্মীয় উন্মাদনাও যোগ হয়েছে ফ্রান্সের ঘটনার পর৷