দেশে থাকলে অবশ্যই গ্রেফতার হবে এসআই আকবর

সংবাদ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ২০:০০

সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার মুল অভিযুক্ত পুলিশের পলাতক এসআই আকবর হোসেন ভুঁইয়া দেশের মধ্যে থাকলে অবশ্যই গ্রেফতার হবে বলে আশা করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তাকে ধরতে একাধিক টিম কাজ করছে। অন্যান্য সংস্থার পাশাপাশি ইতোমধ্যে মাঠে নেমেছে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) এডিসিদের নেতৃত্বে পৃথক তিনটি টিম।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে এই তিন টিম তিন দিকে অভিযানের উদ্দেশ্য রওনা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, নবাগত পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ নতুন কর্মস্থলে যোগদানের পরই আকবরকে গ্রেফতারে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এমনকি সিলেট পৌঁছেই তিনি রায়হানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা দিয়ে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। এরপর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আকবরকে গ্রেফতারে নানা পরিকল্পনা গ্রহণ করেন। অন্যান্য টিম মাঠে থাকলেও এর বাইরে তিনি এডিসি (নর্থ ক্রইম) শাহরিয়ার আলম, এডিসি (সাউথ ক্রাইম) এহসান উদ্দিন চৌধরী ও এডিসি (ডিবি) মুনাদুর ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিনটি বিশেষ টিম গঠন করেন। এই টিমগুলোর কাজ হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আকবরকে ধরার জন্য আলাদা ভাবে অভিযান পরিচালনা করা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

খুঁজে পাওয়া গেল না সেই ‘সিনিয়র অফিসারকে’

প্রথম আলো | পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
৩ বছর, ৪ মাস আগে

ন্যায় বিচারের দাবি রায়হানের মা

আরটিভি | সিলেট মেট্রোপলিটন
৩ বছর, ৫ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us